মুজিববর্ষ এ তরুণ গীতিকার শিফফাত শাহরিয়ার এর নতুন গান ‘তোমার হাতটি ধরে স্বাধীন হলো এদেশ’

 

শাহরুবা চৌধুরী : ক্রাইমনিউজ৫২ :

মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বর্তমান সময়ের তরুণ গীতিকার শিফফাত শাহরিয়ার একটি গান রচনা করেছেন। ‘তোমার হাতটি ধরে স্বাধীন হলো এদেশ’- শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ দেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী রফিকুল আলম ও সুর দিয়েছেন জনপ্রিয় সুরকার শেখ মিলন। গানটি ইব গঁংরপ ইউটিউব চ্যানেল হতে রিলিজ হয়েছে স¤প্রতি। গানটি সম্পর্কে আলাপচারিতায় গীতিকার শিফফাত শাহরিয়ার বলেন ‘এটি তার অন্যতম সৃষ্টি’ এবং গানটি রচনা করে তিনি অত্যন্ত আনন্দিত। এই গানে কণ্ঠ দিয়ে রফিকুল আলম ও তার উচ্ছ¡সিত আবেগ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে দেশের সচেতন কোটি মানুষ এই গানটি শুনবেন ও মহান নেতার প্রতি তাদের কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করবেন।

 

ঢাবি সাংবাদিক সমিতির সম্পাদকের উপর হামলা, সুষ্ঠু বিচারের দাবি

 

ক্রাইমনিউজ৫২ :

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক এইচ এম ইমরান হোসেনর উপর হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের টিএসসসি ভিত্তিক সংগঠনগুলো। এ ছাড়াও ছাত্রলীগের পক্ষ থেকেও এ হামলার বিচার চেয়ে নিন্দা জানানো হয়৷ একই সাথে বিচার চেয়ে বিজ্ঞপ্তি দেয় ছাত্র ইউনিয়ন ও ছাত্রদল। গতকাল রবিবার  ও  সোমবার  আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ নিন্দা জানায় সংগঠনগুলো।

টিএসসি ভিত্তিক সংগঠনগুলোর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান একজন মেধাবী, সংস্কৃতমনা ও সাহসী সাংবাদিক হিসেবে সকলের নিকট পরিচিত। যিনি গত ১ আগস্ট পবিত্র ঈদুল আযহার দিনে নিজ এলাকায় স্থানীয় জনপ্রতিনিধির দ্বারা অন্যায়ভাবে হামলার স্বীকার হয়েছেন। তাঁর নিজ এলাকা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত বাঁশবাড়ি ইউনিয়নের গাড়াপাতো গ্রামে কুরবানির মাংসের অংশ সমাজের অসহায়-দুঃস্থদের মাঝে বণ্টনের সময় অনিয়মের আশ্রয় নেয়ার অভিযোগ ওঠে বন্টনকার্যে দায়িত্বরত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আজিজুর রহমানের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় কুরবানির মাংস বণ্টন শেষে অসহায়-দুঃস্থদের প্রাপ্য অংশ থেকে প্রায় ২০ কেজি মাংস এই আজিজুর রহমান একজন সচ্ছল-স্বাবলম্বী জনপ্রতিনিধি হওয়া স্বত্বেও রেখে দেন পারিশ্রমিক হিসাবে। অসহায়-অসচ্ছল মানুষের হক কুরবানির মাংস আত্মসাৎ করায় সেখানে উপস্থিত ইমরান প্রতিবাদ করলে আজিজুর (মেম্বার) তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ইমরান সহ তাঁর ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসাইন এবং তাঁর বাবা আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা ইতোমধ্যে অবহিত হয়েছি যে, করোনা মহামারির সাধারণ ছুটির মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অসহায় শিক্ষার্থী ও তাঁদের পরিবার স্থানীয় দুষ্কৃতিকারীদের দ্বারা বার বার হামলার স্বীকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের পক্ষ থেকে এ সকল হামলার ঘটনা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরানের উপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক নাজির আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এইচ এম ইমরান হোসেনের উপর ঘৃণ্য এই হামলার ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ পরিবার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছে।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমান উল্লাহ আমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান হোসাইন একজন সচেতন নাগরিক হিসেবে একটি হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সেই সাথে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, নিজ বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানার অন্তর্গত বাঁশবাড়ি ইউনিয়নের গাড়াপোতা গ্রামের স্থানীয় মেম্বার কর্তৃক নৃশংসতার শিকার ইমরান ও তার ছোট ভাই আকরাম। তাদের দোষ ছিল তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন। পবিত্র ঈদের দিন কোরবানির গোশত নিয়েও অনিয়ম হচ্ছে। গ্রামের দুঃখী-দুস্থদের কোরবানির গোশত নিয়ে অনিয়ম করা বৈধতা পায়, যখন হামলাকারী নির্বিঘ্নে চলাচল করে আর সাংবাদিক ইমরান প্রতিবাদ করায় হাসপাতালের বেডে শুয়ে কাতরায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ে হামলার সঙ্গে যুক্ত মেম্বারকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবি জানাই।

মেজর সিনহার মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন

 

ক্রাইমনিউজ৫২ :

পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী মঙ্গলবার সিনহার মাকে ফোন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ (মঙ্গলবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনাফে নিহত সাবেক মেজর সিনহার মাকে টেলিফোনে সান্তনা দিয়েছেন। তিনি নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন এবং সেই সঙ্গে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। এ সময় নিহতের পরিবারের খোঁজ-খবর নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিনহার পরিবার।

এদিকে ফোনালাপে প্রধানমন্ত্রী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন বলে সিনহার মা গণমাধ্যমকে জানিয়েছেন।

সিনহার মা নাসিমা আক্তার গণমাধ্যমকে বলেন, আজ (মঙ্গলবার) মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। ছেলে সিনহার এমন মৃত্যুতে প্রধানমন্ত্রী সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছেন।

নাসিমা আক্তার বলেন, ফোনালাপে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন- আমিও একই পথের পথিক। আপনাকে কিছু বলার মতো ভাষা আমার নেই। আমিও পুরো পরিবার হারিয়েছি। এ সময় আমি প্রধানমন্ত্রীকে বলেছি, এখন তো আর ছেলেকে ফিরে পাব না। তবে আমি সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। জবাবে প্রধানমন্ত্রী সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করার আশ্বাস দেন।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। নিহত সিনহা রাশেদকে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে এই ঘটনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ২০ জনকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। বাহারছড়া পুলিশ ফাঁড়িতে পুরো নতুন টিম দেয়া হয়েছে।

বিজিবি’র অভিযানে ৫০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার

 

ক্রাইমনিউজ৫২ :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ হাজার ৭৯৩ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৯৩১ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬১৪ ক্যান বিয়ার, ১ হাজার ২১৬ কেজি গাঁজা, ২ কেজি ৩৭০ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭৭১টি উত্তেজক ইনজেকশন, ৭ হাজার ৫৬৭টি অ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ৮ লাখ ৯৪ হাজার ৭টি অন্যান্য ট্যাবলেট।
চোরাচালান পণের মধ্যে ১ কেজি ৪২৫ গ্রাম স্বর্ণ, ৫৩ কেজি ৫২৩ গ্রাম রুপা, ১ হাজার ১৮৯টি ইমিটেশনের গহনা, ৩৮ হাজার ৭৭৯টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৫২১টি শাড়ি, ১৪৫টি থ্রিপিস-শার্টপিস, ১২০টি তৈরি পোশাক, ১ হাজার ৮৩ ঘনফুট কাঠ, ৮৪৯ কেজি চা পাতা, ৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ৯টি পিকআপ, ২২টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৫০টি মোটর সাইকেল ও রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১পিস্তল, ২টি বন্দুক, ২টি পাইপ গান, ১টি এলজি এবং ১১ রাউন্ড গুলি।
এছাড়াও সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬১ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১২৪ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাসস