সপ্তিকা চক্রবর্তীর কবিতা /// শেখ মুজিবের সন্তান

জেগে উঠেছে বিশ্ব জনতার হৃদয়েরই হাহাকারে,
রক্ত চক্ষু দাবা নলে সেই দিন আগষ্টেরই পঁচাত্তরে।
বেদনা নয়নে অশ্রæ শিক্ত ভাষা নাই পায় মনে,
বাঙালির প্রিয় বীরসন্তান প্রতি মানবের প্রাণে।
কালো পতাকায় শোভা পায় শোকেরই অন্ধকারে,
কি যে নিস্তব্ধতা হারানোর ব্যথা বিশ্ব ভূবন জুড়ে।

বীরের কন্যা শেখ হাসিনার দিনভরে গাঁথা কষ্ট,
গুলিবিদ্ধ সেই মুখটি পিতার চোখের সামনেই স্পষ্ট।
পারবে কি তারা সন্তান যারা কোনদিন মেনে নিতে,
স্বজন ভরা পরিবার তারা, চলে যাবে এক সাথে?
কালো সেই দিন বুকে বেঁধে তবু ভালাবাসায় বাঁধে প্রাণ,
বুকের কাঁন্নায় মুক্তার হাসি তিনি যে শেখ মুজিবের সন্তান। ###

সপ্তিকা চক্রবর্তী
সহ-সম্পাদক : কৃষাণ (শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা)
১২, কে,এম দাসলেন, টিকাটুলি,ওয়ারি, ঢাকা-১২০৩।
মোবাইল : ০১৭১৪ ৯১৬১৫৩

Posted on July 27, 2020, in শিল্প ও সাহিত্য. Bookmark the permalink. Leave a comment.

Leave a comment