Category Archives: মিডিয়া

ঢাবি সাংবাদিক সমিতির সম্পাদকের উপর হামলা, সুষ্ঠু বিচারের দাবি

 

ক্রাইমনিউজ৫২ :

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক এইচ এম ইমরান হোসেনর উপর হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের টিএসসসি ভিত্তিক সংগঠনগুলো। এ ছাড়াও ছাত্রলীগের পক্ষ থেকেও এ হামলার বিচার চেয়ে নিন্দা জানানো হয়৷ একই সাথে বিচার চেয়ে বিজ্ঞপ্তি দেয় ছাত্র ইউনিয়ন ও ছাত্রদল। গতকাল রবিবার  ও  সোমবার  আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ নিন্দা জানায় সংগঠনগুলো।

টিএসসি ভিত্তিক সংগঠনগুলোর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান একজন মেধাবী, সংস্কৃতমনা ও সাহসী সাংবাদিক হিসেবে সকলের নিকট পরিচিত। যিনি গত ১ আগস্ট পবিত্র ঈদুল আযহার দিনে নিজ এলাকায় স্থানীয় জনপ্রতিনিধির দ্বারা অন্যায়ভাবে হামলার স্বীকার হয়েছেন। তাঁর নিজ এলাকা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত বাঁশবাড়ি ইউনিয়নের গাড়াপাতো গ্রামে কুরবানির মাংসের অংশ সমাজের অসহায়-দুঃস্থদের মাঝে বণ্টনের সময় অনিয়মের আশ্রয় নেয়ার অভিযোগ ওঠে বন্টনকার্যে দায়িত্বরত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আজিজুর রহমানের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় কুরবানির মাংস বণ্টন শেষে অসহায়-দুঃস্থদের প্রাপ্য অংশ থেকে প্রায় ২০ কেজি মাংস এই আজিজুর রহমান একজন সচ্ছল-স্বাবলম্বী জনপ্রতিনিধি হওয়া স্বত্বেও রেখে দেন পারিশ্রমিক হিসাবে। অসহায়-অসচ্ছল মানুষের হক কুরবানির মাংস আত্মসাৎ করায় সেখানে উপস্থিত ইমরান প্রতিবাদ করলে আজিজুর (মেম্বার) তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ইমরান সহ তাঁর ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসাইন এবং তাঁর বাবা আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা ইতোমধ্যে অবহিত হয়েছি যে, করোনা মহামারির সাধারণ ছুটির মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অসহায় শিক্ষার্থী ও তাঁদের পরিবার স্থানীয় দুষ্কৃতিকারীদের দ্বারা বার বার হামলার স্বীকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের পক্ষ থেকে এ সকল হামলার ঘটনা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরানের উপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক নাজির আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এইচ এম ইমরান হোসেনের উপর ঘৃণ্য এই হামলার ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ পরিবার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছে।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমান উল্লাহ আমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান হোসাইন একজন সচেতন নাগরিক হিসেবে একটি হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সেই সাথে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, নিজ বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানার অন্তর্গত বাঁশবাড়ি ইউনিয়নের গাড়াপোতা গ্রামের স্থানীয় মেম্বার কর্তৃক নৃশংসতার শিকার ইমরান ও তার ছোট ভাই আকরাম। তাদের দোষ ছিল তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন। পবিত্র ঈদের দিন কোরবানির গোশত নিয়েও অনিয়ম হচ্ছে। গ্রামের দুঃখী-দুস্থদের কোরবানির গোশত নিয়ে অনিয়ম করা বৈধতা পায়, যখন হামলাকারী নির্বিঘ্নে চলাচল করে আর সাংবাদিক ইমরান প্রতিবাদ করায় হাসপাতালের বেডে শুয়ে কাতরায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ে হামলার সঙ্গে যুক্ত মেম্বারকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবি জানাই।

আবারো অগ্নিদগ্ধ সাংবাদিক নান্নু, আশংকাজনক অবস্থায় আইসিইউতে

আতিক আজিজ :
দৈনিক যুগান্তরে অপরাধ বিভাগের প্রধান এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু নিজ বাসায় দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে রাজধানীর আফতাবনগরে জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর রোডের পিস তাজমহল অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।
মোয়াজ্জেম হোসেন নান্নুর স্ত্রী পল্লবী বলেন, বৃহস্পতিবার রাতে নান্নু যুগান্তর থেকে লেট নাইট ডিউটি করে রাত দেড়টায় বাসায় ফেরেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সকালে তার স্ত্রী শাহীনা আহমেদ পল্লবী জানান, রাত্রিকালীন অফিস শেষে বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর রাত ৩টার দিকে হঠাৎ করে শব্দ হয়। গ্যাসের গন্ধও পাওয়া যাচ্ছিল। গ্যাস লাইনের লিকেজ থেকে সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাতেই দগ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এ্যান্ড বার্ন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশংকাজনক। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার শরীরে গভীর দগ্ধ। প্রায় ৬০ শতাংশের মতো পুড়ে গেছে। আশংকাজনক হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েসনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মোয়াজ্জেম হোসেন নান্নু ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০০৭ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
এর আগে এ বছরের ২ জানুয়ারি ওই বাসায় দগ্ধ হয়ে সাংবাদিক নান্নু’র একমাত্র ছেলে মিউজিক ডাইরেক্টর স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪)মৃত্যুবরণ করেন।সে সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু।

কবি নইম হাসানের আজ জন্মদিন

ক্রাইমনিউজ৫২ :
পরোপকারী মননশীল বন্ধুপ্রিয় ব্যক্তিত্ব কবি নইম হাসানের আজ জন্মদিন। ১৯৭১ সালের ২২শে মে ঢাকায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি । নিভৃতচারী মানুষটির লেখার হাতেখড়ি স্কুলের দেয়াল লিখন ও স্মরনিকায় অংশগ্রহণের মধ্যদিয়ে।
কলেজের উদ্দাম দিনগুলোতে তার দিন কাটতো গিটার হাতে গান ও কবিতা লিখে ও প্রকৃতির রূপ উপভোগ করে। পাশাপাশি খেলাধূলাতেও পারদর্শি তিনি। তিনি ব্যাডমিন্টন ও হ্যান্ডবল চর্চা করেছেন দেশের প্রথম বিভাগ ক্লাবে।
বিজ্ঞাপনের মডেলিংয়ের কাজ শুরু করেও সে পথে পা বাড়াননি। কবি নাইম লিখেন কম। তিনি যতটুকু লিখেন ততটুকু হয়ে ওঠে জীবনমুখী কবিতা। তিনি ন্যায়পরায়ন, বন্ধুবৎসল ও সংগঠক। সুস্থধারায় সাংস্কৃতিক সংগঠন শুভজন এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি।

দৈনিক যায়যায় দিন ফ্রেন্ডস ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদনের দায়িত্বে ছিলেন কয়েক বছর। এছাড়াও মানবকণ্ঠ সেতুবন্ধনের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর পরিচালক। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সদস্য সহ যুক্ত আছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
নিজের বাবার নামে প্রতিষ্ঠিত গোলজার হোসেন ভূইয়া ফাউন্ডেশনের মাধ্যমে সারা বছরে দুস্থ মানুষের কল্যাণে কাজ করেন। বহুমাত্রিক প্রতিভায় দীপ্ত কবি নইম হাসান কাজের স্বীকৃতি পেয়েছেন দেশ বিদেশ হতে। তিনি ভারতের কোলকাতা ডায়মন্ড হারবার প্রেসক্লাব ও কুসুমের ফেরা সাহিত্য সংগঠন প্রদত্ত নাট্যকার উৎপত্তি দল স্মৃতি পুরস্কার, বাংলাদেশের মানবাধিকার সোসাইটির কাজী নজরুল স্বর্ণপদক, সাপ্তাহিক চিত্রজগৎসহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন। কবির বর্ণাঢ্য জীবনে প্রকাশিত হয়েছে অতলান্ত নোনাজল, স্বাপ্নিক, অন্তর্দাহ শিরোনামে তিনটি কাব্যগ্রন্থ।

গণমাধ্যমকর্মী ছাঁটাই বন্ধ ও বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

আতিক আজিজ, ক্রাইমনিউজ৫২ :
গণমাধ্যমকর্মীদের চাকুরিচ্যুতি বন্ধ ও তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে প্রতিষ্ঠান কর্ণধারদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (১১ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি -ডিআরইউ’তে ব্রাকের সহায়তায় ‘করোনাভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহ বুথ’ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
‘করোনা দুর্যোগ পরিস্থিতির মধ্যেও আমরা দু:খের সাথে লক্ষ্য করছি, কিছু মিডিয়া হাউজে চাকুরিচ্যুতি ঘটেছে, অনেকের বেতন দেয়া হয়নি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন- এদের কর্ণধারদের প্রতি বিনীত অনুরোধ জানাই, মহামারীর এই দু:সময়ে দয়া করে কাউকে চাকুরিচ্যুত করবেন না এবং যাদের বেতন বাকি আছে, তা দিয়ে দিন। কারো অপরাধ থাকলেও, শাস্তি দেবার সময় এটি নয়। প্রতিষ্ঠান প্রধানরা হয়তো বলবেন- সমস্যা আছে, কিন্তু আমি বলবো, আগে সমস্যা ছিলো না এবং কয়েক মাস পরেও সমস্যা থাকবে না।’
সাংবাদিকদের বেতন-ভাতা যাতে ঠিকমতো হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ক্রোড়পত্রের বিল দেয়ার ব্যবস্থা করছি আমরা, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়ে বলা হয়েছে, তাদের সংস্থা থেকে গণমাধ্যমের যত বিল বাকি আছে, সেগুলো পরিশোধের জন্য। আমাদেও মন্ত্রণালয় থেকেও একটি তাগিদপত্র দেয়া হচ্ছে। এসব বিলের পরিমাণ শত শত কোটি টাকা। মালিকপক্ষ নিশ্চয়ই যোগাযোগ রাখছেন ও তারা সহসাই বিল পাবেন। ইতিপূর্বে কখনো এধরনের ব্যবস্থা নেয়া হয়নি, এরূপ চিঠিও দেয়া হয়নি। এখন দেয়া হয়েছে, যাতে গণমাধ্যম, বিশেষত: সংবাদপত্রে কারো বেতন-ভাতা বকেয়া না থকে সেজন্য।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি সবসময় মন্ত্রী ছিলাম না কিন্তু সাংবাদিকদের সাথে ছিলাম। এখন আমার দায়িত্ব আপনাদের সাথে থাকা, আমি আছি। যখন মন্ত্রী থাকবো না, তখনও আপনাদের সাথে থাকবো। সাংবাদিকদের বিপদে আপদে সাহায্য করা ও কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। আমিও সবসময় আপনাদের সাথে রয়েছি।’
মন্ত্রী এসময় করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখযোদ্ধা হিসেবে চিকিৎসক-নার্স, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যমকর্মী ও দায়িত্বপালনরত সকলকে অভিনন্দন জানান। সম্প্রতি প্রয়াত তিন সাংবাদিকের আত্মার শান্তি কামনা ও করোনায় আক্রান্ত প্রায় একশ’ সাংবাদিকের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে যেমন সম্মুখভাগে কাজ করছে, তেমনি গুজব নিরসনেও সোচ্চার ভূমিকা রাখছে, তাদের জন্য অভিনন্দন।
এসময় ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ও কোভিড-১৯ রেসপন্স প্রকল্প পরিচালক অধ্যাপক ডা: ইকবাল কবীর, আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর, ডিআরইউ’র সহ-সভাপতি নজরুল কবীর, কল্যাণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, দৈনিক বর্তমানের প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন, আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় সদস্য শফিউল আলম শফিক প্রমুখ। এছাড়া স্বাস্থ্য অধিদফতর ও আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে দেয়া স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ডিআরইউ নেতৃবৃন্দের হাতে তুলে দেন তথ্যমন্ত্রী।
বাস্তব দৃষ্টিকোণ থেকে বিশ্ব করোনা পরিস্থিতি নিয়ে ড. হাছান বলেন, মানবজাতি আজ এক মহা চ্যালেঞ্জের মুখে। ভাইরাস থেকে সুরক্ষার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় উন্নত-সমৃদ্ধ দেশগুলোসহ কারোই তা ছিলো না। আমরা লিপ্ত ছিলাম একে অপরের সাথে অস্ত্রের প্রতিযোগিতায়। অথচ, ১৮ বছর দীর্ঘ মার্কিন-ভিয়েতনাম যুদ্ধে যেখানে ৫৬ হাজারের মতো মার্কিন সেনা নিহত হয়েছিল, সেখানে দু’মাসেই করোনায় এপর্যন্ত পৌনে এক লাখের বেশি মার্কিনী প্রাণ হারিয়েছে।
‘ভবিষ্যতেও যুদ্ধ-বিগ্রহ নয়, এধরনের মহামারীতেই লোকক্ষয়ের সম্ভাবনা বেশি বলে আমি মনে করি, আর তা মোকাবিলার জন্য গবেষণা ও সচেতনতার কোনো বিকল্প নেই’ মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।