Category Archives: মিডিয়া

সাংবাদিক আসলামের অকাল মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ‘র শোক

ক্রাইমনিউজ৫২ :
দৈনিক ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসলাম শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪২ বছর।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, করোনা মহামারীর এসময় জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত সাংবাদিকদের আরো একজনকে আমরা হারালাম, যা অত্যন্ত বেদনাদায়ক।
ড. হাছান প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও আসলামের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনার উপসর্গ নিয়ে আরও এক সাংবাদিকের মৃত্যু

ক্রাইমনিউজ৫২, ডেস্ক :
সময়ের আলো পত্রিকার আরও একজন সিনিয়র সাংবাদিক মাহমুদুল হাকিম অপু করোনা উপসর্গ নিয়ে বুধবার ভোরে বনশ্রীর ভাড়া বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ৫০ বছর। তিনি পত্রিকাটির শিফট ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করছিলেন।এর আগে গত ২৮ এপ্রিল রাতে এই সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনা ভাইরাসে আত্রান্ত হয়ে মারা যান।মাহমুদুল হাকিম অপুর পারিবারিক সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে জ্বর ও কাঁশির উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। ২/৩ দিন আগে তিনি সুস্থ হয়ে যান। বুধবার ভোরের দিকে তার পরিবারের সদস্যরা দেখেন যে তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।

কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাক কারাগারে

ক্রাইমনিউজ৫২, ডেস্ক :
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় রাজধানীর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ বুধবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক জামশেদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আগে মঙ্গলবার কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে আটক করে র‌্যাবের একটি দল

এবার আরও একজন মাঠপর্যায়ের সাংবাদিক পত্রিকার সাংবাদিক করোনায় আক্রান্ত


ক্রাইমনিউজ৫২, ডেস্ক রিপোর্ট :  বাংলাদেশে আরও একজন মাঠপর্যায়ের সাংবাদিক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি একটি দৈনিক পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। তার আগে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুইজন সাংবাদিক করোনায় আক্রান্ত হন।

নতুন আক্রান্ত সাংবাদিক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করছেন। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনায় আক্রান্ত সাংবাদিক দুই সপ্তাহ ধরে সর্দি-কাশি জ্বরে ভুগছিলেন। এরপর ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান। পরে আইইডিসিআরের পক্ষ থেকে কোভিড ১৯ পজেটিভ ধরা পড়েছে বলে তাকে জানানো হয়। তিনি এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। সঙ্গে তার দুই সন্তান ও স্ত্রীও রয়েছেন।৯ এপ্রিল আরও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হন। শুধু এই সাংবাদিক নন, তার পরিবারের সবাই করোনা ভাইরাসে আক্রান্ত। ওই সাংবাদিক এবং তার শ্বশুর বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল দেশে প্রথম একটি বেসরকারি টেলিভিশনের মাঠপর্যায়ের এক সাংবাদিক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই টেলিভিশনের ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।