Category Archives: খেলার পাতা

ব্রাজিলের শীর্ষ ক্লাবের ৩৮ জন করোনায় আক্রান্ত

ক্রাইমনিউজ৫২ :
করোনায় বিধ্বস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। লকডাউনে শিথিলতা আনায় মাত্র কয়েক দিনেই আক্রান্তের সংখ্যায় শীর্ষ আটে চলে এসেছে দেশটি।করোনা হানা দিয়েছে ব্রাজিলের ফুটবল মাঠেও। দেশটির শীর্ষস্থানীয় ক্লাব ফ্ল্যামেঙ্গোর ৩৮ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।কয়েক দিন আগে ক্লাবটির খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও কর্মীসহ ২৯৩ জনের করোনা পরীক্ষা করা হয়। ফলে ৩৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।এই ৩৮ খেলোয়াড়ের মধ্যে মূল একাদশের তিন ফুটবলার রয়েছেন বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।এ বিষয়ে শুক্রবার এক বিবৃতিতে ফ্ল্যামেঙ্গো বলেছে, করোনায় আক্রান্ত ফুটবলার, কর্মকর্তা ও কোচিং স্টাফদের সপরিবারে কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী পরীক্ষায় যাদের ফল নেগেটিভ আসবে, কেবল তারাই ক্লাবে ফিরতে পারবেন। সরকারের সঙ্গে একাত্ম্য হয়ে ফ্ল্যামেঙ্গো ঘোষণা দিচ্ছে, ফুটবলারদের সুরক্ষা নিশ্চিত করেই তারা মাঠে ফুটবল ফেরাবে।ক্লাবের এতজন একসঙ্গে কীভাবে করোনায় আক্রান্ত হলেন সে প্রশ্নে ফ্ল্যামেঙ্গো জানিয়েছে, ফুটবলের দেশে এমন ঘটনা বেশ উদ্বেগের। আক্রান্তদের প্রায় সবার দেহে করোনার উপসর্গ দেখা যায়নি বলে শুরুতে সাবধান হওয়া যায়নি।উল্লেখ্য, ব্রাজিলের শীর্ষ ক্লাবের মধ্যে অন্যতম ফ্ল্যামেঙ্গো। এই ক্লাবে খেলেই বিশ্ব মাতানো বেশ কয়েকজন ফুটবলারের সৃষ্টি হয়েছে। বেবেতো, জিকো, রোনালদিনহোর মতো তারকা তাদের মধ্যে অন্যতম। ব্রাজিলের তরুণ উদীয়মান তারকা ভিনিসিয়াস জুনিয়র, রেইনিয়ের জেসুস এই ক্লাবেরই সদস্য।

তথ্যসূত্র: গোল ডট কম

ভালো পরিকল্পনার তাগিদ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম

 

স্পোর্টস ডেস্ক, ক্রাইমনিউজ৫২ :
করোনার ঘাটতি পোষাতে স্বাভাবিক সূচি বদলে যাবে, সিরিজগুলোর মধ্যে বিরতি কম পাবেন ক্রিকেটাররা। থাকবে পারফরম করার চাপ। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম মনে করেন, করোনা-পরবর্তী চ্যালেঞ্জ পাড়ি দিতে ভালো পরিকল্পনা করা উচিত বাংলাদেশের। সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে না গিয়ে এক মাসের ক্যাম্প আয়োজনের কথা বলছেন তিনি। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজিত এক আড্ডায় এসব কথা বলেছেন মুশফিক।

করোনা পুরো ক্রিকেট বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে উল্লেখ করে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন, ‘দেখেন এটা শুধু আমাদের না, এটা বিশ্ব ক্রিকেটকেই নতুন অবস্থানে নেবে। এটা কেউ আশাও করেনি। একইভাবে আমাদের আন্তর্জাতিক সূচি হয়তো বা এখন একটু কঠিন হয়ে যাবে। ব্রেক একটু কম হবে, সিরিজ বাই সিরিজ একটু তাড়াতাড়ি হবে।’

চ্যালেঞ্জ মোকাবিলায় ভালো পরিকল্পনা চান মুশফিক। গতকাল তিনি বলেছেন, ‘আমার মনে হয় যে, আমাদের অবশ্যই একটা ভালো পরিকল্পনা করা উচিত। কারণ যখন আমরা নিয়মিত প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে থাকব তখন ইনজুরির একটা শঙ্কা থাকে। এটা শুরু হওয়ার আগে যদি হয় ভালো, আমরা যদি ১৫-২০ দিন বা এক মাসের একটা ক্যাম্প করতে পারি। যেখানে আমাদের স্কিলগুলো, ফিটনেস যেটা আমরা করতে পারছি না—সেটা যেন উন্নতি করতে পারি। এটা অনেক গুরুত্বপূর্ণ।’গতকাল তিনি বলেছেন, ‘টেস্ট র্যাংকিংয়ের কথা যদি বলি, দল হিসেবে আমাদের অনেক কিছু অর্জন করা বাকি আছে। গত ২০ বছর আমরা সেভাবে অর্জন করতে পারিনি। আমাদের মূল ফোকাস এখন বিদেশে ভালো করা এবং আমি মনে করি, টেস্টে আমাদের সেরা ছয়ের মধ্যে আসার সামর্থ্য আছে এবং সেটা খুব দ্রুতই শুরু করা উচিত।’

ইতিমধ্যে করোনার কারণে বাংলাদেশের পাকিস্তান সফর, আয়ারল্যান্ড সফর, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ স্থগিত হয়ে গেছে। করোনা-পরবর্তী সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে আন্তর্জাতিক ক্রিকেটের আদর্শ প্রস্তুতি হতে পারে বলে বিশ্বাস করেন মুশফিক। তিনি বলেছেন, ‘যদি ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয় তাহলে অবশ্যই খুব ভালো একটা দিক। যেখানে খেলে আমরা টপ লেভেলের ক্রিকেটের জন্য নিজেদের তৈরি করতে পারব। ওখানে খেললে আমাদের প্রতিযোগিতার মনোভাবের অনুশীলনও হয়ে যাবে।’ তবে ক্রিকেট মাঠে গড়ানোকেই এখন বড়ো চ্যালেঞ্জ মানছেন তিনি।

কয়েক দিন পরই আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ হবে মুশফিকের। ২০০৫ সালে লর্ডসে টেস্ট অভিষেক হওয়া এই ক্রিকেটার মনে করেন, টেস্টে দল হিসেবে আরো অর্জন করা বাকি রয়েছে বাংলাদেশের।

 

যুবরাজ, কপাল জোরে অধিনায়ক ধোনি’ সৌরভের যোগ্য উত্তরসূরি ছিলেন

 

স্পোর্টস ডেস্ক, ক্রাইমনিউজ৫২ :
ছেলে যুবরাজ সিং দলে জায়গা না পাওয়ায় অতীতে একাধিকবার মহেন্দ্র সিং ধোনিকে একহাত নিয়েছেন বাবা যোগরাজ সিং। যুবরাজের অবসরের পরও তার মুখ বন্ধ হয়নি। ফের ধোনিকে ধুয়ে দিলেন তিনি।

এবার অন্যরকম দাবি করলেন যোগরাজ। তিনি বললেন, দুর্দান্ত সৌরভ গাঙ্গুলীর যোগ্য উত্তরসূরি ছিলেন যুবরাজ। প্রিন্স অব ক্যালকাটার পর ভারতের অধিনায়ক হওয়ার কথা ছিল যুবিরই। তার হাতেই অধিনায়কত্বের ব্যাটন থাকার কথা ছিল। সেই যোগ্যতা ওর ছিল। তবে ভাগ্যের জোরে নেতৃত্বের আর্মব্যান্ড হাতে পেয়ে যান ধোনি। কপাল গুণে শক্তিশালী দলও পেয়ে যান উনি।

এক হিন্দি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে যোগরাজ বলেন, সৌরভ পরবর্তী সময়ে যুবরাজেরই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হওয়ার কথা ছিল। তবে নিয়তির খেলায় মেন ইন ব্লুদের দলপতি হন ধোনি।

এখানেই ক্ষ্যান্ত হননি যুবরাজের বাবা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ধোনির দিকে আঙুল তুলেছেন তিনি। বলতে গেলে রীতিমতো তোপ দেগেছেন।

যোগরাজ বলেন- আগে যুবরাজ, বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর-প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এমএসডিকে আক্রমণ করেছে। আর সৌরভকে প্রশংসায় ভিজিয়েছে। নেপথ্য কারণও স্পষ্ট। উনিই প্রথম টিম গড়ে তোলার চেষ্টা করেন। ওই সময় ভারতের র‌্যাংকিং ছিল ৭। সেই পরিস্থিতিতে যুবরাজ, ইরফান, কাইফ, জহির, হরভজন, শেবাগ, গম্ভীরের মতো তরুণদের দলে সুযোগ দেন দাদাই। ফলে টেস্ট ও ওয়ানডেতে উন্নতি করতে থাকে ভারত।
একই সময় যুবরাজের সঙ্গে ধোনি বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেন যোগরাজ। বর্তমান জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকেও কাঠগড়ায় দাঁড় করান তিনি। পাশাপাশি নির্বাচকদের ঘাড়েও দায় চাপান এ স্পষ্টভাষী ব্যক্তিত্ব। তিনি বলেন, সবাই একজোট হয়ে আমার যুবরাজের পিঠে ছুরি মেরেছে। অবিস্মরণীয় প্রতারণা করেছে।

এতদসত্ত্বেও বরাবরই নীরব থাকেন ধোনি। এবার ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক কোনো জবাব দেন কিনা, তাই দেখার।
এর আগেও অসংখ্যবার ধোনির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন যোগরাজ। ২০১৫ বিশ্বকাপ দলে যুবরাজের না থাকার মূলে ক্যাপ্টেনকুলকেই নাটের গুরু বলেন তিনি। এখনও সময় সুযোগ পেলেই তাকে ধুয়ে দেন সাবেক ভারতীয় ক্রিকেটার কাম অভিনেতা।

তথ্যসূত্র: টাইমস নাউ

চলতি সপ্তাহেই মাঠে ফিরছে বার্সেলোনা


ক্রাইমনিউজ৫২:
করোনা সঙ্কট কাটিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছে বিশ্বের নামি দামি ফুটবল ক্লাবগুলো। এরই মধ্যে ইউরোপের বেশির ভাগ দেশই মাঠে ফুটবল ফেরাতে তোড়জোড় শুরু করে দিয়েছে। আর অনুশীলনের অনুমতি পাওয়ায় চলতি সপ্তাহেই মাঠে ফিরতে যাচ্ছে মেসির বার্সেলোনা সহ অধিকাংশ স্প্যানিশ ক্লাব।জুনে লিগ শুরু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে লা লিগা কর্তৃপক্ষ। এ বিষয়ে স্পেনের ক্রীড়া ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতিও পেয়েছে তারা। কিন্তু, স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সব দলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।সবের মাঝেই এ সপ্তাহে অনুশীলনে নামতে যাচ্ছে মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানরা। অনুশীলনে নামার আগে প্রত্যেক ফুটবলার ও কোচিং স্টাফের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। পাশাপাশি প্র্যাক্টিস গ্রাউন্ডে দূরত্ব বজায় রাখতেও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা রয়েছে।