Daily Archives: August 29, 2015

জাসদের সমালোচনা না করার পরামর্শ প্রধানমন্ত্রীর

1439386144নেট ডেস্ক : জাসদের সমালোচনায় প্রধানমন্ত্রী বিরক্ত। তিনি জাসদের সমালোচনা না করারও পরামর্শ দিয়েছেন নেতাদের। শনিবার দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রতিবেদনে এই খবর দেয়া হয়েছে।

শাহেদ চৌধুরী লিখিত ওই প্রদিবেদনে বলা হয়, “আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার জাসদের সমালোচনায় বিরক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাসদের সমালোচনা না করারও পরামর্শ দিয়েছেন নেতাদের। সম্প্রতি জাতির জনকের শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করার জন্য জাসদকে সরাসরি অভিযুক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। Read the rest of this entry

সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ইমা নিখোঁজ

Ema Photoসিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্রী ইমা আক্তার গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছে। গতকাল বুধবার পর্যন্ত তার কোন খোঁজ না পেয়ে তার মা রিমা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি (নং- ১৪০৯) করেছেন। এ রিপোর্ট লেখা (বুধবার বিকেল সাড়ে ৫ টা) পর্যন্ত নিখোঁজ মেয়ের কোন সন্ধান পাওয়া যায়নি।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের সরদার পাড়া এলাকার নুরুল ইসলামের বাড়ির ভাড়টিয়া রিক্সা চালক ইকবাল মিয়ার মেয়ে ও সিদ্ধিরগঞ্জ দক্ষিন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইমা আক্তার মঙ্গলবার বাসা থেবে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে। এরপর গতকাল বুধবার পর্যন্ত ইমার কোন খোঁজ পায়নি পরিবার। Read the rest of this entry

ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ বিভাগ থেকে অব্যাহতি পাওয়ার পর বিদ্যুৎ গ্রাহকদের সাথে প্রতারণা করার অভিযোগ

Photo-011সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ॥
ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ বিভাগ থেকে অব্যাহতি পাওয়ার পরও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বিদ্যুৎ গ্রাহকদের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে সাইফুল ইসলামের বিরুদ্ধে। গত ৯ জুলাই ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ বিভাগ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সহযোগিতা ও গ্রাহকদের কাছ থেকে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগে সুপারভাইজার সাইফুলকে তার দায়িত্ব থেকে অব্যাহিত দিয়েছে। অব্যাহতি পাওয়ার পর সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বিদ্যুৎ গ্রাহকদের কাছে তার চাকুরি আছে বলে তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছে। এ ঘটনায় ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক তার সাথে গ্রাহকদের কোন প্রকার যোগাযোগ না করার পরামর্শ দিয়েছেন। Read the rest of this entry

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবাষির্কী উদযাপন

IMG_5305

প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংসদ সদস্য কবি কাজী রোজী

// ফারজানা আলম // গত ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবাষির্কী উপলক্ষে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) ও জাতীয় লেখক সোসাইটির উদ্যোগে সোসাইটির চেয়ারম্যান আতিক আজিজের সভাপতিত্বে ‘জাতীয় জাগরণে নজরুল’ আলোচনা সভা বিকেল ৫টায় শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও ছড়াকার আসলাম সানী। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, জতির জনক বঙ্গবন্ধুর ভাগিনা মো : নাজমুল হাসান সেরনিয়াবাত, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো : গনি মিয়া বাবুল, কবি নাহার ফরিদ খান,কবি ও ছড়াকার এম আর মনজু , কবি আয়াত আলী পাটোয়ারি, নাট্যজন লুৎফুল আহসান বাবু, জাপমাস-এর ভাইস চেয়ারম্যান, মোঃ মাজেদ আলী ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন জাতীয় পরিবেশ মানবাধিকার  সোসাইটির চেয়ারম্যান কবি ও সাংবাদিক আতিক আজিজ

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান কবি ও সাংবাদিক আতিক আজিজ

কবি শুভ্রা বিশ্বাস ও কবি কামরুন্নাহারের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য, পরিচালক মুন্নীপ্রকাশন-এর প্রধান নির্বাহী ও অন্যধারা২৪-এর সম্পাদক মোবারক হোসেন, জাতীয় লেখক সোসাইটির সভাপতিকবি মুহাম্মদ লুৎফর রহমান সরদার, কবি মোশারফ হোসেন, জাপমাস-এর পরিচালক তোফাজ্জল হোসেন, কক্সবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ উল্লাহ আজাদ, জাতীয় লেখক সোসাইটির সাধারণ সম্পাদক কবি ও নাট্যশিল্পী দেলোয়ার হোসেন রাতুল প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জাপমাস-এর ভাইচ চেয়ারম্যান কবি ওবাইদুর রহমান। অনুষ্ঠানে শতাধিক কবি ও ছড়াকার স্বরচিত লেখা পাঠ করেন।